ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ২ লাখ টাকা জরিমানা, ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ১৬টি মিটার জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয় অংশ অপসারণ করা হয়। ব্যত্যয় ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভবন মালিকদের কাছ থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়।
অন্যদিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মোট ৮টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৫টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ১১টি মিটার জব্দ করা হয় এবং রাজউক-এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ভবন মালিকদের কাছ থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১