ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় আলী হুসেন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বগুড়ার ৬১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৯ জন সাংবাদিক রয়েছেন।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালতে নিহতের আত্মীয় পরিচয়ে খুলনার মফিজুল সানা এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না? বা তদন্ত চলছে কি না? তা ২০ কর্মদিবসের মধ্যে জানাতে উত্তরা পূর্ব থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
সাংবাদিকদের মধ্যে আসামিরা হলেন-এখন টিভির মাজেদুর রহমান, মাইটিভির লতিফুল করিম, ডিবিসি নিউজের রাকিব জুয়েল, সময় টিভির আবদুল আওয়াল, মোহনা টিভির আতিকুর রহমান, দৈনিক আজকের প্রত্যাশার আজাদুর রহমান, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ফয়সাল হোসাইন সনি, সাপ্তাহিক তাজা খবরের প্রতিনিধি ওয়াফিক শিপলু ও অনলাইন পোর্টাল এনসিএনের আবদুর রহমান ববিন।
রাজনীতিক আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-বগুড়া-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় মহিলা লীগে নির্বাহী সদস্য সাহাদারা মান্নান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুসুর রহমান মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদ সজল, জেলা বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগম, ছাত্রলীগ নেতা আজাদুর রহমান, যুবলীগ নেতা সোহাগ সরদার, ইউপি আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা, শ্রমিক লীগ নেতা রুহুল আমিন পাইকার, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মেহেদী হাসান রাব্বী, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান রানা, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদি আলম লিপি প্রমুখ।
Leave a Reply