গাজীপুর মহানগরীতে ডেভিল হান্ট অপারেশনে ২০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার সকাল থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত অভিযানে গ্রেফতার করা হয় তাদের।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদর মেট্রো থানা এলাকায় পাঁচজন, গাছা থানা এলাকায় তিনজন, কাশিমপুর থানা এলাকায় একজন ও টঙ্গী পূর্ব এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। এছাড়া মহানগরীর ডিবি উত্তর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত গাজীপুর মহানগরী এলাকা থেকে ৩১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply