ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দুর্গাপুর গ্রামের মুছা মিয়া (৪৪), একই এলাকার মো. হুমায়ূন (৪৫) ও বাহাদুরপুর গ্রামের মো. হাশেম মিয়া (৪২)। তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত পুরোনো রিভলবার, তিনটি বুলেট, দুটি রামদা, তিনটি ছোরা, একটি চাপাতি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply