গাজীপুরে টঙ্গীতে শাকিবা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এরশাদ নগর এলাকার ৩ নাম্বার ব্লকের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
দশম শ্রেণিতে পড়ুয়া শাকিবা খুলনা জেলার সোনাডাঙা থানার বটিয়াঘাটা গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে। এরশাদনগর এলাকার ৩ নাম্বার ব্লকে পরিবারের সঙ্গে থাকত এ কিশোরী।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে শাকিবা।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় শাকিবা। তাকে ডাকাডাকি করা হলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। পরে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন করে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার করা হয়েছে।
Leave a Reply