গাজীপুর প্রতিনিধিঃ টঙ্গীর মাছিমপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আক্রমণে মো. জাফর উল্লাহ (৪২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। জনতা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। এর মধ্যে একজন হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়।নিহত জাফর উল্লাহ (৪২)। তিনি ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন (২২) ও সজিব (৩০) নামে দুই ছিনতাইকারীকে আটক গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।গণপিটুনিতে সজীবের শারীরিক অবস্থার অবনতি প্রাথমিক চিকিৎসা শেষে হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, জাফর উল্লাহ পেশায় একজন পোশাক কর্মী। বুধবার রাতে ঢাকার সবুজবাগ এলাকা থেকে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে ছিনতাইকারীরা জাফর উল্লাহর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সুযোগে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও শাহিন ও সজিবকে আটক করে গণপিটুনি দেয় আশপাশের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে জাফর উল্লাহ মরদেহ ও ছিনতাই চক্রের সদস্য শাহীন ও সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ জানান, এ ঘটনায় আটক দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অপরজন পুলিশ হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১