ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রাণ বিসর্জনের, হারানোর স্থানে ওই শহীদদের নামে স্ট্রিট মেমরি স্ট্যাম্প স্থাপনের জায়গা চিহ্নিতকরণ ও স্ট্যাম্প স্থাপন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১৮ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে জেলা প্রশাসন প্রতিনিধি, সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলী, মামলার তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার ছাত্র প্রতিনিধিকে।
Leave a Reply