নিজস্ব প্রতিবেদকঃ নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে রাকিব নামের এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা থেকে তাকে ছাত্র-জনতা আটক করে গণপিটুনি দেয়। পরে জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত পুলিশ সদস্যরা ওই ছেলেকে হেফাজতে নিয়ে থানার গাড়িতে তুলে দেন।
এর আগে দুপুরেও জিরো পয়েন্ট এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মাঠে নামতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার রোষানলে পড়তে হয় দলটির নেতাকর্মীদের। এর মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।
এ অবস্থার মধ্যেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজ (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ সমাবেশ প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১