কুড়িগ্রামে জাতীয় পরিচয়পত্রে চেহারা আর মুখের ছবি প্রদর্শন করে ছবি না তুলে শুধু ফিঙ্গার প্রিন্ট (হাতের আঙুলের ছাপ) নিয়ে পরিচয়পত্র করার দাবি তুলেছেন পর্দানশিন নারী সমাজ নামে একটি সংগঠন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে পর্দানশিন নারী সমাজের সংগঠক আহমদ উম্মুল হায়া বলেন, ১৬ বছর যাবত পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত রাখা হয়েছে। আমরা ছবি নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চাই।
এ সময় পর্দানশিন নারীরা উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রামে নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১