আগামী মাসের এই দিনেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আয়োজক হিসেবে পাকিস্তানই টুর্নামেন্টের হট ফেভারিট, এমনটি বলেছেন- ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ফেভারিট দল ভারত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ধারাবাহিক জয়ে ফাইনালে উঠে যায়; কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হট ফেভারিট ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে পাকিস্তানের তিনটি ভেন্যু- করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
১৯ ফেব্রুয়ারি করাচিতে আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
টুর্নামেন্ট উপলক্ষ্যে স্বাগতিক পাকিস্তান ছাড়া বাকি সাতটি অংশগ্রহণকারী দল ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
Leave a Reply