কক্সবাজার পেকুয়ায় টাকা চুরির অপবাদ দিয়ে এহসানুল করিম (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন।
নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা জানা যায়, নিহত এহসান ও তার মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে ফিরছিলেন। এ সময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ির কছে পৌঁছলে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে টাকা চুরির অপবাদ নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাগবিতণ্ডা হয়। জুনাইদ ছুড়ি দিয়ে এহসানকে বুকে আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তার মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে। ঘাতক জুনাইদ ও নিহত এহসান দুজনেই একে অপরের বন্ধু।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, টাকা চুরির অপবাদ দিয়ে বন্ধুর ছুরির আঘাতে আরেক বন্ধু নিহত হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১