1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট ও পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এসপি মুহম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- ঢাকা কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো: সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থানার মুন্সিপাড়া এলাকার মো: সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)‌।
মামলা পরবর্তী কার্যক্রম ও তদন্তের স্বার্থে অপর আসামীর নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানাযন, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নাইটগার্ডকে হাত-পা বেঁধে সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র ডাকাত দল লুট করে নেয়। ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন ৮ জুলাই থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: লুৎফুর রহমান এর তত্ত্বাবধানে মামলাটি তদন্ত ও জড়িতদের গ্রেফতারে শাহারাস্তি থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।
সবশেষ গত বুধবার শাহরাস্তি থানা পুলিশের একটি দল লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে মো: দেলোয়ার নামে এক আসামিকে গ্রেফতার করে। একই দিন গাজীপুর ও ঢাকায় অপর অভিযানে আরো ৩ আসামী গ্রেফতার হয়।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে। মামলার পর পুলিশ স্থানীয় সিসিটিভি”র ফুটেজ, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরও বলেন, এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকা পুলিশের সহযোগিতায় ৭ জন ডাকাত সদস্য গ্রেফতার হয়েছে। ৩ জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে, বাকি ৪ জনকে চাঁদপুর আনা হয়েছে। ঢাকায় মামলার ৩ জনকেও চাঁদপুরের মামলায় আসামী দেখানো হবে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এঘটনায় আরও অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতার আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জাতীয় গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট