চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৬০) ও বিবি রহিমা (৫৪)।
পুলিশ জানায়, নিহত দুজনই মাইক্রোবাসের যাত্রী। মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সীতাকুণ্ড উপজেলা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আবছার বলেন, নিহত দুজনেই একই পরিবারের। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও কয়েকজন আহত হন। হতাহতরা পরিবারের সঙ্গে কক্সবাজার যাচ্ছিলেন। মাইক্রোবাসটি পেছন থেকে চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে আনোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যায়। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
Leave a Reply