জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী আক্কেলপুর থানায় মামলা করেছেন। এরপরেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আক্কেলপুরের মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৪), ফারুক হোসেন (৪১) ও রামশালা গ্রামের একরামুল হক (৪৪)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ গ্রহণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আসামিরা কৌশলে ওই গৃহবধূকে মোহাম্মদপুকুর গ্রামে নিয়ে যায়। সেখানে নিয়ে মাঠের মাঝে থাকা একটি রুমে নিয়ে ওই নারীকে আটকে রাখে। রাতে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
এ খবর জানতে পেরে পরদিন স্ত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ওই নারীর স্বামী। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর স্বামী আক্কেলপুর থানায় স্ত্রীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করে। আর শনিবার অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১