গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বসত বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে কুপিয়ে স্মৃতি রাণী পাল নামের এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার সময় উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারের কামারপট্টি এলাকার মৃত গোপাল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম স্মৃতি রাণী পাল (২৪)। খবর পেয়ে পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও এক জোড়া জুতা উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও এক স্বজনকে পুলিশ আটক করেছে।
নিহত স্মৃতি রাণী ময়মনসিংহের গৌরিপুর উপজেলার দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। স্মৃতির স্বামীর নাম কাব্য সরকার।
শ্রীপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন পাল জানান, রাত সাড়ে ১০ টার দিকে গোপাল মিস্ত্রির বাড়িতে হঠাৎ চিৎকার শুনতে পেরে বাড়ির ভেতরে গিয়ে স্মৃতিকে রক্তাক্ত অবস্থায় দেখি। উদ্ধার করে দ্রুত প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্মৃতির রাণী পালের বাবা সুনীল পাল বলেন, আড়াই বছর আগে পারিবারিক সম্মতিতে তাদের মধ্যে বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তানের আছে। আমরা ঠিক আন্দাজ করতে পারছি না এমন কাণ্ড কেন ঘটল। স্মৃতির কারোও সাথে কোনো বিরোধ আছে বলেও জানা নাই। এ ঘটনায় পুলিশ তার জামাই ও অন্য এক আত্মীয়কে আটক করে নিয়ে গেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী বলেন, সোমবার রাত পৌনে ১১টার দিকে মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। কোপানোর ফলে রক্তক্ষরণ হয়েছে। তার ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ ছিল। পরে মরদেহ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্গে পাঠানো হয়েছে মরদেহ।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ধারালো নতুন দা, এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১