গাজীপুরে বনের জমি দখল করে গড়ে তোলা স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সোমবার(২৫ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে এই অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অভিযানে বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়ীসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অভিযানে গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে ৩ একর গেজেটভুক্ত বনভূমি উদ্ধার করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার জানান, অবৈধ দখলমুক্ত করার জন্য এলাকায় বারবার মাইকিং করা হয়েছে। তাদের লক্ষ্য ৯ একর বনভূমি উদ্ধার করা এবং দ্রুত এসব ঘরবাড়ি উচ্ছেদ করে বনভূমি সংরক্ষণ করা হবে। জনস্বার্থে বনভূমি উদ্ধারের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১