রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে জেলা শহরের নতুন বাজার থেকে কর্মসূচি শুরু হয়। পরে দাস বেকারির মোড়, ১ নং ট্রাফিক মোড়, ১ নং রেলগেট, কাচারি বাজার, বকুলতলা হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
Leave a Reply