রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি সড়কের মোড়ে বসানো ছিল ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটে বসে এই ক্যামেরাগুলোর মাধ্যমেই গোটা শহরে নজর রাখা হতো। কিন্তু এখন এ কার্যক্রম পুরোপুরি বন্ধ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অনেক সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, কিছু খুলে নিয়ে যাওয়া হয়েছে। অল্প কিছু সিসি ক্যামেরা থাকলেও এর ভিডিও দেখার কোনো ব্যবস্থা এখন নেই।
সড়কের মোড়ে মোড়ে থাকা সিসি ক্যামেরা দিয়েই নিরাপদ হয়ে উঠেছিল নগরী। কমেছিল অপরাধও। নিরাপদ সেই নগর এখন অনেকটাই অরক্ষিত। সিসি ক্যামেরায় চোখ রাখার পাশাপাশি আরএমপির সাইবার ক্রাইম ইউনিট থেকে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধী ও তাদের অবস্থান শনাক্ত, ডিজিটাল ফরেনসিক ল্যাবের পরীক্ষা ছাড়াও নানারকম কার্যক্রম চলত। এর প্রায় সবই এখন বন্ধ হয়ে গেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার ক্রাইম ইউনিট চালুর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সহজে অপরাধীদের ধরা যেত। ফরেনসিক ল্যাবে ডিজিটাল ডিভাইস থেকে তথ্য উদ্ধার করা হতো। এতে মামলার তদন্তে গতি পেত। সিসি ক্যামেরার কারণে শহরে চুরি, ছিনতাইও কমেছিল।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আরএমপির সাবেক কমিশনার আবু কালাম সিদ্দিক যোগদান করেই আরএমপিতে সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠার উদ্যোগ নেন। শহরজুড়ে প্রায় ৪০০ সিসি ক্যামেরা বসানো হয়। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সাইবার ক্রাইম ইউনিটে লুটপাট চলে। পরে সবকিছুই পুড়িয়ে দেওয়া হয়। সাইবার ক্রাইম ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে এগিয়ে এসেছিল আমেরিকান দূতাবাস। অপরাধী শনাক্তে প্রযুক্তিগত নানা ধরনের সহায়তাও করেছিল তারা।
আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘সাইবার ক্রাইম ইউনিটের কর্মীরা আলাদা ছোট একটা অফিসে স্বল্প পরিসরে কাজ করছেন। এটা কবে আবার আগের অবস্থায় ফেরানো যাবে, সেটা এখনই বলতে পারছি না। সিসি ক্যামেরার জন্য সিটি করপোরেশনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছি। তারা সাড়া দিলে দ্রুতই হবে। সড়কবাতি গলার কাঁটা : প্রজাপতির মতো ডানা মেলে নগরে আলো দিচ্ছে সড়কবাতি। নান্দনিক সব সড়কবাতি রাতের আঁধার কাটিয়ে রাজশাহী নগরী করেছে আলোকিত। সেই সড়কবাতি এখন গলার কাঁটা সিটি করপোরেশনের। বিদ্যুৎ বিভাগের কাছে বকেয়া পড়েছে ৪২ কোটি টাকা।
বকেয়া বিলের কারণ হিসেবে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদাসীনতাকে দুষছেন সিটি করপোরেশনের দায়িত্বরত ব্যক্তিরা। শুধু মধ্যশহরে অতিরিক্ত সড়কবাতি লাগিয়ে অর্থের অপচয় করা হয়েছে বলেও মনে করছেন অনেকে। এখন বিদ্যুতের অপচয় কমিয়ে ধীরে ধীরে বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে রাসিক। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মকর্তারা জানিয়েছেন, সড়কবাতি বেড়ে যাওয়ায় রাসিকের বকেয়া বিলের পরিমাণও বাড়তে থাকে। বাড়তে বাড়তে এখন বকেয়া ৪২ কোটি টাকা।
রাসিকের এক কর্মকর্তা বলেন, নগরীর কাশিয়াডাঙ্গা-বন্ধগেট, তালাইমারী-কোর্ট, তালাইমারী-কাটাখালী ও আলিফ-লাম-মীম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার পথে আছে আধুনিক এসব সড়কবাতি এসব সড়কবাতি আনা হয় তুরস্ক, চীন ও ইতালি থেকে। নগরীর ১৮টি পয়েন্টে উঁচু উঁচু ফ্লাডলাইটও বসানো হয়েছে বিদেশ থেকে এনে। ১০৩ কোটি ৭ লাখ টাকার নান্দনিক বাতির অনেকগুলোই নষ্ট হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন বলেছেন, শুধু সড়কবাতি নয়, এই বকেয়া নগরীর চারটি জোনের পানির পাম্প, বিভিন্ন স্থাপনা ও আরবান হেলথ কেয়ারে ব্যবহৃত বিদ্যুতের। প্রতি মাসের বকেয়া পুঞ্জীভূত হয়ে একটা বিরাট অঙ্কে এসে দাঁড়িয়েছে। একসঙ্গে এতগুলো টাকা দেওয়ার সামর্থ্য রাসিকের নেই। সে কারণে প্রতি মাসে ৫০ লাখ টাকা বকেয়া বিল পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।’
Leave a Reply