বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি হচ্ছে নির্বাচন। কারণ, শেখ হাসিনা নির্বাচনকে শুধু বাধাই দেয়নি বরং নির্বাচন নিয়ে তামাশাও করেছে। এখন আমরা সরাসরি সেই নির্বাচনের বিরোধিতা করছি। এটা দুঃখজনক। এই জায়গা থেকে আমাদেরকে সরতে হবে। কারণ, নির্বাচন গণতন্ত্র উত্তরণের জন্য প্রধান সিঁড়িই শুধু নয় বরং দেশে গণতন্ত্র, স্বাধীনতা প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।
মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না। তাদের সব রাজনৈতিক দলের সমর্থনের সরকার। সব রাজনৈতিক দলের সেন্টিমেন্ট তাদেরকে বুঝতে হবে। আর সেন্টিমেন্ট বুঝতে হলে গণতন্ত্রের পথে যাত্রা করতে হবে।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য মো. শামীম কায়সার লিংকনসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১