লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ৬ মে মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরাও নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত। এক্ষেত্রে যেন শৃংখলায় ত্রুটি না হয় সেদিকে খেয়াল রেখে বিএনপির কোন সংগঠন কোথায় অবস্থান করবে সেটি ঠিক করে দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া নেতাকর্মীদের জন্যও জারি করা হয়েছে কড়া নির্দেশনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
নির্দেশনায় বলা হয়েছে, কেউ যেন বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ না করে। নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও পায়ে হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে অভ্যর্থনার জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত।
কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল, ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎসজীবী দল শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজারে অবস্থা করবে। মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২, মহিলা দল গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউ রোড, জাতীয় কমিটির নেতৃবৃন্দ গুলশান-২ গোলচত্তর থেকে গুলশান এভিনিউজ রোজ এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যার যার সুবিধামতো অবস্থান করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১