রাজধানীর মতিঝিলে বুধবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন।
অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওই হামলার কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে।’
আর উপদেষ্টা মাহফুজ আলম রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’
‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে আক্রান্ত ব্যক্তি অভিযোগ করেছেন। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের ওই সংগঠন। একই সময়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল শিক্ষার্থী পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। তখন ওই হামলার ঘটনা ঘটে।
হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন (মাহির-বাহাউদ্দিন), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), পাহাড়ি ছাত্র পরিষদসহ (ইউপিডিএফ) বামপন্থী সাতটি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট, মানুষের জন্য ফাউন্ডেশনসহ (এমজেএফ) বিভিন্ন দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এসব দল ও সংগঠন।
Leave a Reply