কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ট্রাক্টর (কাঁকড়া) গাড়ি থেকে পড়ে একজ যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক রাজীবপুর সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া (মন্ডলপাড়া) গ্রামের মো. ছবর আলীর ছেলে আমজাদ হোসেন (২৩)
স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, সোমবার (০৫ মে) সকাল ১১ টার দিকে চলন্ত কাঁকড়া গাড়ি থেকে পড়ে গিয়ে নিহত হন তিনি। তারা বলেন, দুটি গাড়ি মুখোমুখি হয়ে একটি আরেকটি কে সাইড দেয়। রাস্তা কাঁচা ও ভাঙাচোরা হওয়ায় গাড়িটি ঝাঁকি দেয়। সেই ঝাঁকিতেই আমজাদ হোসেন গাড়ি থেকে পড়ে ঘাড়ে মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আমজাদ হোসেনের ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহত আমজাদ হোসেনের স্ত্রী লাভলী আক্তার বলেন, আমার স্বামী পেশায় একজন কাঠ মিস্ত্রি। কাজ না থাকায় কাঁকড়া (ট্রাক্টর) গাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতে যায়। আজ শুনি আমার স্বামী গাড়ি থেকে পড়ে মারা গেছে। এবিষয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
এবিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, কারো প্রতি কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করায় লাশ ভিকটিমের নিকটআত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
Leave a Reply