গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবারিয়ার দক্ষিণ পাড়া ছুলুর চালা এলাকায় মঙ্গলবার রাতে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত হলেন, ভোলা জেলার রামদাসপুর সদরের মোশারফ মৃধার মেয়ে ছুনিয়া আক্তার (২২) নিহতের স্বামীর বাড়ির লোকজনের দাবী আত্মহত্যা নিহতের বাবার দাবী এটি পরিকল্পিত হত্যা ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ছুনিয়ার সাথে তার স্বামীর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে পরে ৫বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।
মঙ্গলবার রাতে পুলিশ ছুনিয়ার স্বামীর বাড়ি থেকে ছুনিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করে।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১