গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌর বিএনপির ১, ২, ও ৩ নং ওয়ার্ডের উদ্দোগে আয়োজিত কাালিয়াকৈর বাসষ্ট্যান্ড এলাকায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
কালিয়াকৈর পৌর বিএনপি'র সাবেক সভাপতি দেওয়ান মো.মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মো. মজিবুর রহমান, পৌর বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো.সাইজুদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১