চাকরি অবস্থায় মৃত্যুবরণ করায় রাজউকের রেখাকার মোহাম্মদ সিরাজ খানের পরিবারকে ৮ লাখ টাকা অনুদান দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ (বুধবার) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের উপপরিচালক (প্রশাসন ১) দিদারুল আলম এ বিষয়ে একটি নোটিশ জারি করেছেন।
সেখানে তিনি উল্লেখ করেন, প্রজ্ঞাপন অনুযায়ী রাজউকের কোনো কর্মকতা-কর্মচারী চাকরিরত অবস্থান মৃত্যুবরণ করলে এককালীন ৮ লাখ টাকা, গুরুতর আহত হলে ৪ লাখ টাকা এবং দাফন কাফনের জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে পরিবারকে।
তিনি বলেন, এই সিদ্ধান্ত অনুযায়ী রাজউকের রেখাকার মোহাম্মদ সিরাজ খানের পরিবারকে এককালীন ৮ লাখ টাকা পরিশোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১