রাজধানীর ওয়ারী থানার রাজধানী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার(৩১) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম তার স্বামীর সঙ্গে চা পান সিগারেটের দোকানে কাজ করতেন।
নিহতের স্বামী স্বপন জানান, আমি ও আমার স্ত্রী দুজনেই টিকাটুলি অফিসার সিনেমা হলের সামনে একটি চা পান সিগারেটের দোকান চালাই। আমার স্ত্রী দুপুরে বাজার করতে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পরেই খবর পাই আমার স্ত্রী অ্যাকসিডেন্ট করেছে রাজধানী মার্কেটের সামনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেছে নেই।
সে আরও জানায়, ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে ট্রাফিক পুলিশ। সে দুই ছেলে সন্তানের জননী ছিলেন। বর্তমানে আমরা টিকাটুলি অফিসার সিনেমা হলের পাশের একটি গলিতে ভাড়া থাকি। তার বাড়ি নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ থানার নুরুল্লাহপুর গ্রামে। তিনি ওই এলাকার মনির আহমেদের মেয়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানায়, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১