রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মুজিবুর রহমানের বিরুদ্ধে রোববার (৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর তাকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং সন্ধ্যায় ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা মামলায় রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই সাত জনের মধ্যে একজন হলেন সাবেক ওসি মুজিবুর রহমান।
পরোয়ানা জারি করার ৩ ঘণ্টা পরই মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার কথা জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। তিনি সাংবাদিকদের এক ক্ষুদে বার্তায় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মুজিবুর রহমানকে আজ বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর মুজিবুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সন্ধ্যায় ট্রাইবুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, মুজিবুর রহমান উত্তরা পূর্ব থানার ১ আগস্ট পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি সর্বশেষ সিরাজগঞ্জের বেলকুচি থানা সার্কেলে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১