সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (৮ নভেম্বর) জানিয়েছে, রাশিয়ার সেনাদের সঙ্গে পাশপাশি ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সৈন্যরা। তারা ইতিমধ্যে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে। যদিও এটি সীমিত হামলা। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় সেনাদের দুর্বল জায়গা খুঁজে বের করতে সীমিত এই হামলা চালানো হয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উত্তর কোরিয়ার সেনাদের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “উত্তর কোরিয়ার ১১ হাজার সেনা বর্তমানে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবস্থান করছে। কিছু সেনা আমাদের সেনার বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে। হ্যাঁ সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ইউক্রেনীয় নাকি উত্তর কোরিয়ার সেনারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটি স্পষ্ট করেননি জেলেনস্কি।সপ্তাহের শুরুতে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস দাবি করে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সেনা নিহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে এক মার্কিন ও ইউক্রেনীয় সূত্র এ তথ্য জানায়। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এখন সেই পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১