আওয়ামী লীগের সমর্থক বাড়াতে দুটি বউ থাকার পরও আরেকবার বিয়ে করে সন্তান জন্ম দেওয়ার ঘোষণা দিয়েছেন এক আওয়ামী লীগ কর্মী। তাছাড়া দলের সভাপতি শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরে আসবেন মন্তব্য করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
‘আমাদের নেতা ইনশাআল্লাহ চলে আসতেছেন, চলে আসছে, ঢুকে গেছে। আপনারা নেতাকর্মীরা যারা সাতকানিয়া আছেন আপনারা প্রস্তুত হয়ে যান, ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের নেত্রী আসবেই আসবেই, ইনশাল্লাহ আসবেই। আপনারা শুধু একটু আমাদের জন্য দোয়া করেন। আমাদের নেত্রী আসুক। এরপরে আমাদের যেগুলো করছে, এগুলো আমাদের মনে আছে, মনে রেখে দেব। যাক আমরা তাদেরকে দোয়া করি।’খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বগার দেওয়া বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে চরতী এলাকা থেকে পার্শ্ববর্তী ইউনিয়ন আমিলাইশে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর বগার মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করতে থাকেন কেউ কেউ।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি তার ফেসবুক আইডিতে দেলোয়ার হোসেন বগার ভিডিও শেয়ার করে লেখেন, এ বক্তব্য দেওয়ার কারণে লোকটাকে মেরে ফেলছে। আজ কিছুক্ষণ আগে। এ লোককে জবাই করে দিয়েছে সাতকানিয়ার চরতী ইউনিয়নের জামায়াত-শিবিরের ক্যাডাররা।এ বিষয়ে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মোন্নাফ ঢাকা পোস্টকে বলেন, চরতী ইউনিয়ন এলাকা থেকে একজন লোককে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। তার অবস্থা গুরুতর, তবে তিনি এখনো জীবিত রয়েছেন। তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply