ঢাকার আশুলিয়ায় শিমুল সরদার (২৯) নামের এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল পশ্চিম পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তবে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। শিমুল সরদার যশোরের অভয়নগর থানাধীন লেবুগাতি এলাকার মনসুর সরদারের ছেলে। শিমুল আশুলিয়ায় স্টারলিং ক্রিয়েশন নামের পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, “রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে শিমুলের লাশ উদ্ধারের পাশাপাশি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১