অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে সমর্থন দিয়েছি। এই সরকারের ব্যর্থ হওয়া যাবে না। তবে সরকারের উদ্দেশ্য পরিষ্কার হতে হবে কারণ আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আপনার যদি অন্য কোনো এজেন্ডা বা উদ্দেশ্য নিয়ে পথ চলতে চান তাহলে এই দেশের জাতীয়তাবাদী শক্তি তা কখনো মেনে নেবে না। আমরা লক্ষ্য করছি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন বয়ান দিচ্ছেন। আপনাদের মতো শেখ হাসিনাও গত ১৫ বছর বয়ান দিয়েছিল উন্নয়ন না গণতন্ত্রের। এই আওয়াজ দিয়ে তিনি গত ১৫ বছর মানুষের ওপর জুলুম করেছেন। আর আপনারা আজকে নতুন স্লোগান তুলেছেন আগে সংস্কার নাকি নির্বাচন। সংস্কার নাকি নির্বাচন এই কথা বলে নির্বাচনকে দূরে সরানো যাবে না। একটি নির্বাচিত শক্তিশালী সরকার ছাড়া দেশের সংকটের সমাধান হবে না। সুতরাং সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করছি সংস্কার কমিশনের রির্পোট দেবে। সেই রির্পোট অনুযায়ী জনপ্রতিনিধিরাই সংস্কার কার্যক্রমগুলো পার্লামেন্টের মাধ্যমেই কার্যকর করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১