নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবনের ১১তলা থেকে পড়ে ইকবাল বিশ্বাস (৫৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মঞ্জু সংবাদমাধ্যমকে জানান, নির্মাণাধীন ১১তলা ভবনের বাইরে মাচা বেঁধে ইকবালসহ তিনজন প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচা থেকে নিচে পড়ে যায় ইকবাল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১