বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
তখন তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও ঘটনার রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে তুলে ধরেন।
আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাধ তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কথা বলেন এনামুর। তিনি বলেন, সাভারে স্থাপিত আমার হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছিলাম।
আন্দোলনের শুরু থেকে ২৯০ জন গুলিবিদ্ধ রোগীর বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে আমার হাসপাতালে। আরও আহত ৫৭৬ জন বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। আমি গত নির্বাচনের পর থেকে হাসপাতাল ও বাসা ছাড়া কোথাও যাইনি। নির্বাচনের পর থেকে দলের সঙ্গে আমার সম্পর্ক ছিল না।
আজকে যে মামলায় আমাকে আনা হয়েছে সে ঘটনার কিছুই আমি জানি না। সাভার থেকে মিরপুরে এসে কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার প্রমাণ কেউ দিতে পারবে না।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। মামলায় এনামুর ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।
Leave a Reply