চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় তাকে হত্যা করা হয়। এই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের বিভিন্ন আবাসিক হলের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বটতলা এলাকায় জমায়েত হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময়, শিক্ষার্থীরা "হিন্দু-মুসলিম ভাই ভাই, উগ্রবাদের ঠাঁই নাই; বিচার বিচার বিচার চাই, সাইফুল হত্যার বিচার চাই।" প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে বক্তারা সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান ও বিচারের দাবি করেন। এছাড়াও তারা দেশে সকল ধর্মের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সকল ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড রুখে দেয়ার ঘোষণা দেন।
সমাবেশে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন, দেশ এখন এক সংকটময় সময় পার করছে। কিছু উগ্রবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। আজ তারা আমাদের এক আইনজীবী ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, যেসব উগ্র সংগঠন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের নিষিদ্ধ করা হোক। আমরা যে কোনো ধর্মের মানুষের ওপর আক্রমণের বিরুদ্ধে দাঁড়াব।
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, এই নৃশংস হত্যার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্রসমাজ এই ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১