টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র তার অভিনয় জীবনে যোগ করেছেন আরও এক নতুন সাফল্য। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত পিরিয়ড ড্রামা ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’–এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন তিনি।
রুক্মিণীর এই অর্জনে খুশিতে উচ্ছ্বসিত তার প্রেমিক এবং সিনেমার প্রযোজক দেব। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে দেব লেখেন, ‘১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় রুক্মিণী অসংখ্য শুভেচ্ছা তোমাকে। তোমার শক্তিশালী চিত্রায়ণ আরও অনুপ্রাণিত করুক এবং সমুজ্জ্বল হয়ে থাকুক।’
এর আগেও ‘বিনোদিনী’ সিনেমার জন্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন রুক্মিণী। গত এপ্রিলেই সিনেমাটি ৭৫ দিনের মাইলফলক পার করে পৌঁছে গিয়েছিল উপরাষ্ট্রপতি ভবনে, যেখানে প্রশংসা পান সিনেমার কলাকুশলীরা।
প্রসঙ্গত, নাট্যজগৎে কিংবদন্তি ‘নটী বিনোদিনী’র চরিত্রে অভিনয়ের জন্য রুক্মিণী নিয়েছিলেন কঠোর প্রস্তুতি। ২০১৯ সালে পরিচালক রামকমল যখন তাকে সিনেমার প্রস্তাব দেন, তখন থেকেই তিনি নিজেকে চরিত্রে মেলে ধরার জন্য কাজ শুরু করেন। নতুন নৃত্যশৈলী আয়ত্তে আনেন, নেন দীর্ঘ নাচের প্রশিক্ষণ। দেবও প্রচারে জানিয়েছিলেন, চরিত্রে একাত্ম হয়ে রুক্মিণী এমনভাবে অভিনয়ে মগ্ন ছিলেন যে ঘুমের মধ্যেও নাচের মুদ্রা ফুটে উঠত তার হাতে।
তিন দশক পরে ‘নটী বিনোদিনী’র জীবনের গল্প আবার টালিউডের পর্দায় ফিরেছে এই ছবির মাধ্যমে। দীনেন গুপ্তর পর রামকমলই আবার তুলে ধরেন এই ঐতিহাসিক চরিত্রের গল্প—বঞ্চনার অধ্যায়, আত্মত্যাগ এবং সাংস্কৃতিক অবদান।
রুক্মিণীর এই পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ এবার মিলল মর্যাদাপূর্ণ পুরস্কার। আর সেই সাফল্যে প্রেমিকা ও সহ-অভিনেত্রী রুক্মিণীর পাশে গর্ব নিয়ে দাঁড়িয়ে আছেন দেব।
Leave a Reply