আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম অবসরে যাচ্ছেন। আগামীকাল তার শেষ কর্মদিবস। এদিন সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাকে সংবর্ধনা দেবেন বিচারপতিরা। সোমবার সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।
বিচারপতি জিয়াউল করিম ১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৮৮ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। ১৯৯৬ সালের ২৮ নভেম্বর আইনজীবী হিসাবে আপিল বিভাগে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন, পরে ২০০৬ সালের ২৩ আগস্ট স্থায়ী বিচারক হন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১