1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
আফতাবনগরে বাসার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু কিশোর গ্যাংয়ের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী গাবতলীর পশুর হাটে ইজারাকাণ্ড : দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ নির্ধারিত সময়ের আগেই সব দেনা পরিশোধ করলো পেট্রোবাংলা প্রাক-প্রাথমিকের ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক করলো ভারত চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ জিআই পণ্য বাণিজ্যিকভাবে বিকশিত করতে হবে : শিল্প উপদেষ্টা ২৮ বছরে বিএমইউ : গবেষণা-জনকল্যাণে নতুন দিগন্তের অঙ্গীকার ওসির দাবি মিছিলকারীরা আ.লীগের উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের হিরোরা ভিলেন হিসেবে চিহ্নিত হবেন: এবি পার্টি

  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার যদি কাঙ্ক্ষিত রাষ্ট্রসংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে সেটা হবে চরম ব্যর্থতা। আর এতো বিপুল ছাত্র-জনতার সমর্থন সত্ত্বেও তারা যদি সফল না হন, তাহলে আজকের হিরোরা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন।

শনিবার উত্তরবঙ্গের জেলা শহর নীলফামারী সদর উপজেলার কচুকাটা হাইস্কুল মাঠে এবি পার্টি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টি নীলফামারী জেলা আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অন্যতম শীর্ষ নেতা ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিজ্ঞাপন

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতে অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে।

দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই টাকা পাচার না হলে আজ সমাজে এতো অভাব ও বৈষম্য থাকতো না। তিনি ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির উস্কানিকে আমলে না নিয়ে সকল ধর্মের লোকদের ঐতিহ্যগত সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে কেনো একজন চাষী তার পেশা ছেড়ে দিচ্ছে? তরুণরা কেনো আজ পথ খুঁজে পাচ্ছে না? একজন শিক্ষিত তরুণ জানে না সে আগামী দিনে কী করবে। পড়ালেখা শেষে তার পেশা কী হবে সেটাও সে জানে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। বিনাসুদে ঋণ দিন। ১৭০০ শহিদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যদি নতুন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ভুলে যায় তাহলে শহিদ ও আহত বীরদের স্বপ্ন ভঙ্গ হবে বলে তিনি সতর্ক করেন।

নীলফামারী সদরের কচুকাটায় একটি কলেজ ও পুলিশ স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। আগামী নির্বাচনে লুটেরা দলের কেউ ভোট চাইতে আসলে তাদের বেধে রেখে লুটপাটের টাকা ফেরৎ চাওয়ার আহ্বান জানান জনাব ফুয়াদ।

জনসভায় আরও বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব জননেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব ও রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্যসচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক ডা. কমলা কান্ত রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট