নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচিত সরকার বাকী সংস্কারের কাজগুলো করবেন।
তিনি বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সতেরো বছরের জঞ্জাল সরানো সতেরো দিনেও সম্ভব না সতেরো মাসের সম্ভব না। জাতি হিসেবে আমাদের অসহিষ্ণ হলে চলবে না সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে।
এখন যে প্রবোনতা শুরু হয়েছে বাংলাদেশের অর্জন ধ্বংস করে দেওয়ার জন্য এখনো কিছু ব্যক্তি চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
আমরা আরেকটা বিপর্যয় আশা করিনা। আমাদের মাথার উপর এখনো বিপদ আছে। কারন ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।
নতুন উপদেষ্টা নিয়োগ ও তাদের নিয়ে বিতর্কের বিষয়ে ফখরুল বলেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নিজস্ব কাজের সুবিধার্থে তিনি উপদেষ্টা নিয়োগ করবেন। এটা তার একতিয়ার। তবে সেক্ষেত্রে আরো সতর্ক হওয়া প্রয়োজন। উপদেষ্টারা যেন বিতর্কিত না হয়।
তিনি আরো বলেন, এ সরকারকে সকলের সহযোগিতা করা প্রয়োজন কারণ আন্দোলনের অংশীদার আমরাও। এ সরকার যাতে ব্যর্থ না হয়। কারন যারা বাংলাদেশের শত্রু তারা যেন কোনভাবেই সুযোগ না পায়।
তিনি বলেন, অন্তবর্তিকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোন রোড ম্যাপ দেয়নি। নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে। আমাদেরকে চিঠি দিয়েছে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সবচেয়ে বড় বিষয় অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন।এর আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১