1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
Title :
ফের লঘুচাপের আভাস, আজ ভারি বৃষ্টি হতে পারে যেসব জেলায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আজ, হতে পারে যেসব চুক্তি ডয়চে ভেলের প্রতিবেদন সব নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, থাকবে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতাও সবুজবাগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার সড়ক দুর্ঘটনার মামলা তদন্তের ক্ষমতা চায় হাইওয়ে পুলিশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যেন ‘মৃত্যুফাঁদ’, দ্রুতগতির দৌরাত্ম্যে বাড়ছে প্রাণহানি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই বুড়িগঙ্গায় হাতে হাত বাঁধা নারী-পুরুষের লাশ, ভাসছিল আরও দুই মৃতদেহ ‘নির্বাচনের আগে গঠনতন্ত্র’ চাইলেন ফরহাদ মজহার ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরির ঘটনায় মামলা

অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বাংলাদেশ ঠেলে দিল বিএসএফ

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

দিল্লিতে দুই দশক ধরে শ্রমিকের জীবন কাটানো পশ্চিমবঙ্গের বীরভূমের মেয়ে সোনালি বিবি আজ আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশে কারাগারে। সঙ্গে আছেন তার স্বামী দানিশ শেখ ও আট বছরের ছেলে। অভিযোগতারা ‘অবৈধ অনুপ্রবেশকারী’। কিন্তু প্রশ্ন উঠছেযাদের হাতে ভারতীয় পরিচয়পত্র ছিল, যাদের শিকড় বীরভূমে, তারা কীভাবে হঠাৎ বাংলাদেশে বন্দি হলেন?

ঘটনার শুরু দিল্লিতে। ২৬ জুন সোনালি ও তার পরিবারকে পুলিশ তুলে নিয়ে যায়। প্রায় একই সময়ে বীরভূমেরই আরেক নারী সুইটি বিবি ও তার দুই নাবালক ছেলেকেও আটক করা হয়। কয়েক দিনের মধ্যেই তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে পুশব্যাক করে দেয়। এরপর তারা কিছুদিন ঢাকায় ফুটপাথে দিন কাটিয়েছেন। তারপর চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেন। কিন্তু শেষরক্ষা হয়নিগত সপ্তাহে বাংলাদেশ পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে এবং জেল হাজতে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানিয়েছেন, ‘তারা আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। আদালতে হাজির করা হয়েছে। যেহেতু নারী ও শিশু আছে, আমরা যথাসম্ভব সম্মান ও সহানুভূতির সঙ্গে বিষয়টি সামলাচ্ছি।’ তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী ‘অবৈধ অনুপ্রবেশ’ মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

এই পুরো ঘটনায় ভারতের ভেতরেও তীব্র আলোড়ন উঠেছে। কলকাতা হাইকোর্টে তাদের পরিবার হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেছে। আদালত স্পষ্ট করে বলেছে, বিষয়টি অত্যন্ত গুরুতর। দিল্লির ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও২৪ জুন যে নির্বাসন আদেশ দেয়, তা ২৬ জুন কার্যকর হয়েছিল বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। দিল্লি পুলিশ বলেছে, আইন মেনেই কাজ করা হয়েছে। তবে আদালতের বাইরে তারা আর কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে পশ্চিমবঙ্গ মাইগ্র্যান্ট লেবার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সমীরুল ইসলাম বলেছেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা পরিবারগুলোর পাশে আছি। আইনিভাবে এবং কূটনৈতিকভাবে লড়াই চালিয়ে যাব।’

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশে ঠেলে দেওয়ার পর সোনালি ও সুইটিদের অসহায় আর্তিআমাদের বাঁচান, আমরা ভারতীয়।’ তবু কেউ শোনেনি তাদের কথা।

সবচেয়ে বড় আশঙ্কা এখন সোনালির অনাগত সন্তানকে নিয়ে। পরিবার ও আত্মীয়রা প্রশ্ন তুলছেন, যদি শিশুটি বাংলাদেশে জন্ম নেয়, তবে তার নাগরিকত্ব কী হবে? ভারতীয় নাকি বাংলাদেশিনা কি একেবারেই রাষ্ট্রহীন?

এ ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বক্তব্য প্রকাশ্যে আসেনি। ভারতীয় আগ্রাসনের কারণে ঘোর অনিশ্চয়তায় পড়েছেন সোনালিসুইটিদের মতো সাধারণ শ্রমিক পরিবার। আদালতের পরবর্তী শুনানি ১০ সেপ্টেম্বর। তার আগে তাদের মুক্তি বা ফেরত আসার কোনো নিশ্চয়তা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট