[caption id="attachment_5413" align="alignleft" width="384"] বিজ্ঞাপন[/caption]
মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ রোববার শুরু হবে মালয়েশিয়ায়। ছয় দলের এই টি ২০ সংস্করণের টুর্নামেন্টের জন্য জাতীয় নারী দলের তিন ক্রিকেটারকে নিয়ে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সুমাইয়া আক্তারের নেতৃত্বে দলে রয়েছেন জাতীয় দলে অভিষেক হওয়া আরও দুই ক্রিকেটার-নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি ২০ সংস্করণে অভিষেক হয় সুমাইয়ার। আর এ বছর ভারতের বিপক্ষে টি ২০ সিরিজে ডেব্যু হয় হাবিবার।
বয়সভিত্তিক এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয়দিন শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়।‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও নেপাল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সুপার ফোরে। পরে সেরা দুই দল ২২ ডিসেম্বর মুখোমুখি হবে ফাইনালে।
বাংলাদেশ দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও মেহেরুন নেসা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১