বাংলাদেশের খেলাধুলার অক্সিজেন জেলা-বিভাগ। তৃণমূল থেকে খেলোয়াড়রা উঠে আসেন। যারা পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। জেলা-বিভাগীয় পর্যায়ে খেলাধূলা আয়োজন ও খেলোয়াড় তৈরির কাজ করেন সংগঠকরা। জেলা-বিভাগের অনেক পরীক্ষিত ও যোগ্য সংগঠক গত দেড় যুগ নিপীড়িন, বঞ্চনার শিকার হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসায়।
ন্যায্য অধিকার বঞ্চিত সংগঠকরা আজ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামে এক সংগঠনের আত্নপ্রকাশ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন আত্নপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি অনুষ্ঠানের শুরুতে সংগঠনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়াঙ্গন নতুন করে সাজানোর জন্য জেলা বিভাগের এই সংগঠন। গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের অন্য সকল ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও দলীয়করণ করেছে। এতে অনেক সংগঠক দুরে সরে গিয়েছিলেন। যোগ্য ও ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ সংগঠকদের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এজন্য এই সংগঠন।’
জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের প্রাথমিক কমিটি হয়েছে ৪৫ জনের। এই কমিটির আহ্বায়ক কিশোরগঞ্জ ও ঢাকা মোহামেডানের সংগঠক শরীফুল আলম। সদস্য সচিব বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সজল। যুগ্ম আহ্বায়কের মধ্যে অন্যতম- সাবেক বিসিবি পরিচালক মহিউদ্দিন বুলবুল, আব্দুল কাইয়ুম চৌধুরি, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী।
সদস্যদের মধ্যে অন্যতম হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এএ আদেল, সাবেক সাঁতারু সেলিম মিয়া, রিয়াজ উদ্দিন, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
দায়িত্ব গ্রহণের পর সংগঠনের আহ্বায়ক শরীফুল আলম বলেন, ‘আমরা ক্রীড়াঙ্গেকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট মুক্ত করতে চাই। বিগত ১৭ বছরে যারা সুবিধাভোগী ছিলেন তাদের অনেকেই এখনো অনেক আছেন। আবার আওয়ামী লীগের পুর্নবাসনও হচ্ছে। এসব বিষয়ে আমরা জেলা-বিভাগীয় সংগঠকরা কাজ করব। প্রশাসন এবং সরকারের সঙ্গেও আলোচনা করব।’
সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক এই সংগঠনকে অনিয়ম ও দুর্নীতি উন্মোচনের আহ্ববান জানিয়ে বলেন, ‘ক্রীড়াঙ্গন এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। যারা ক্রীড়াঙ্গনে বিগত সময়ে দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করতে আপনারা কাজ করবেন। দুর্নীতি প্রমাণিত হওয়ার পর তারা ক্রীড়া্ঙ্গনে আজীবন নিষিদ্ধ হবেন। কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে জেনেছি। দুদক চেয়ারম্যানকে অনুরোধ করব সেটার সঠিক তদন্ত করার জন্য।’
আজ সংগঠনের আত্নপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুস সালাম। তিনি ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির সমালোচনা করে বলেন, ‘সার্চ কমিটি নিজেদের পছন্দ মতো ব্যক্তিদের দিয়ে ফেডারেশন করছে। এদেরকেও এক দিন জবাব দিতে হবে। গত ৭-৮ মাসে ক্রীড়াঙ্গন আরো পিছিয়ে পড়েছে।’
সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘আমরা ১৭ বছর বঞ্চিত ছিলাম আর যেন বঞ্চিত না হই এজন্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।’ অ্যাথলেটিক্স ফেডারশেন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন নিপীড়নের উদাহরণ বর্ণনা করে বলেন, ‘২০০১ সাল থেকে ০৬ সাল পর্যন্ত বিএনপি ক্রীড়াঙ্গনে দলীয়করণ করেনি। উল্টো বিএনপি করার জন্য ক্রীড়া সংগঠকরা গ্রেপ্তারও হয়েছে।’
ব্রাদার্স ইউনিয়নের আহ্ববায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদ বলেন , ‘বিএনপিকে বাদ দিয়ে ঢাকায় বসে মন্ত্রণালয় বসে যদি কেউ প্রতিনিধি নির্বাচন করে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা দেখেছি গত ১৭ বছর বিএনপি করার ফলে অনেক যোগ্য সংগঠকদের বাদ দেয়ার ফলে ক্রীড়াঙ্গনে কি দূরবস্থা হয়েছিল। হাসিনার রেখে যাওয়া সিস্টেম পরিবর্তন করতে হলে জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠককে এই পদক্ষেপ নিয়ে সংস্কার করতে হবে।’
জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ নামে একটি সংগঠন রয়েছে ক্রীড়াঙ্গনে। বিভিন্ন ফেডারেশনে নির্বাচনে অর্থকড়ি লেনদেনের অভিযোগ এই সংগঠনের নেতৃত্বের উপর অনেক পুরনো। তাই নতুন সংগঠনের নেতৃত্বের প্রতি সাবধানী বার্তাও দিয়েছেন সিনিয়র সংগঠক আব্দুস সালাম।
৫ আগস্ট পরবর্তী সময়ে বাফুফে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কাজী সালাউদ্দিনের কমিটিতে থাকা অনেকেই আবার নির্বাচিত হয়েছেন। তাই আজকের অনুষ্ঠানের আয়োজকরা বাফুফে, বিসিবিকে এখনো স্বৈরাচার ও ফ্যাসিস্টমুক্ত নয় বলে মন্তব্যও করেছেন। বাফুফে নির্বাচনে প্রভাবশালী কর্মকর্তাদের বড় ভোট ব্যাংক জেলা ফুটবল এসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে সঞ্চালক বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপিকে ডিএফএ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে হ্যাপী বলেন, ‘বাফুফের কমিটিতে জাতীয়তাবাদী মাত্র ৫ জন। অন্যরা এখনো আমাদের সঙ্গে রয়েছে। ডিএফএ নিয়ে আমরা শীঘ্রই সিদ্ধান্তে আসব।’
৪৫ সদস্যের এই অ্যাডহক কমিটির অনেকেই সরাসরি জাতীয়বাদী দলের সঙ্গে যুক্ত আবার অনেক জাতীয়তাবাদী মনোভাবাপন্ন। কিছু দিনের মধ্যেই জেলা-বিভাগীয় পর্যায়ে কমিটি হবে। সেক্ষেত্রে ক্রীড়াঙ্গনকে রাজনীতির উর্ধ্বে রাখার নির্দেশনা আমিনুল হকের , ‘ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতিমুক্ত রাখতে চাই। জেলা-বিভাগের কমিটিতে সৈরাচার ও ফ্যাসিস্ট দোসর ছাড়া যে কাউকে নিয়ে কমিটি হতে পারে। ক্রীড়াঙ্গনে ভালো কাজ করতে চায় এবং আগ্রহী আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই।’
জাতীয় ক্রীড়া পরিষদে জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আত্নপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খেলার সাবেক খেলোয়াড়-সংগঠকরা উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে অন্যতম সাবেক জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক ক্রিকেটার নিয়ামুর রশীদ রাহুল, সাবেক তারকা ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স, শুটার শারমিন আক্তার রত্না সহ আরো অনেকে।
Leave a Reply